হাতে লিখে পবিত্র কোরআনের অনুলিপি তৈরি করে বিস্ময় সৃষ্টি করেছেন মিসরের ৭৭ বছর বয়সী বৃদ্ধা সুয়াদ আবদুল কাদের। অনুলিপি তৈরি করতে তাঁর সময় লেগেছে দুই বছর। সুয়াদ আবদুল কাদের মিসরের আলেকজান্দ্রিয়া জেলায় বসবাস করেন। দাদির অসামান্য কীর্তি প্রসঙ্গে বৃদ্ধার নাতি উসামা বলেন, ‘শৈশব থেকেই কোরআনের প্রতি তাঁর অনুরাগ লক্ষ করতাম। কিন্তু শেষ বয়সে এসে তিনি আমাদের রীতিমতো অবাক করে দিয়েছেন। দুর্বল শরীর নিয়েও মাত্র দুই বছরে নিজ হাতে সম্পূর্ণ কোরআনের অনুলিপি তৈরি করেছেন তিনি।’ উসামা জানিয়েছেন, তাঁর দাদি সম্পূর্ণ নিরক্ষর। এর পরও দৈনন্দিন ছয় থেকে আট ঘণ্টা অব্যাহত প্রচেষ্টার ফলে তিনি এই সাফল্য স্পর্শ করেছেন। উসামা মনে করেন, আল্লাহর বিশেষ অনুগ্রহে সহজাত প্রতিভার ওপর নির্ভর করেই তাঁর দাদি কোরআনের অনুলিপি করতে সক্ষম হয়েছেন। সামাজিক য়োগাযোগ মাধ্যম ফেসবুকে উসামা দাদির দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়েছেন। সূত্র : সাবাহ সেভেন ইজিপ্ট
আজ বুধবার, ২৭শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ
১৩ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ (শীতকাল)
১৪ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি