ওই অনুষ্ঠানের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিনেতা দিলদারের মেয়ে মাসুমা আক্তারের বিয়ে হয় ১৯৯৫ সালে

বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন ঢালিউড আলো করে রাখা একঝাঁক তারকা। তাদের মধ্যে আলমগীর, শাবানা, ইলিয়াস কাঞ্চন, শাবনূর, শাবনাজ, ওমর সানি, ডলি জহুর, হুমায়ুন ফরিদী, সাদেক বাচ্চু, মিজু আহমেদ, নূতনসহ অনেকেই ছিলেন।
বিয়ের অনুষ্ঠানের ভিডিওটিতে দেখা যায় দিলদারের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছিলেন তারকারা। সেখানে ডলি জহুর দিলদারকে মজা করে বলছেন, ‘এ মেয়েকে দেখে তো তোমার মেয়ে মনে হচ্ছে না।’ দিলদার জবাব দেন, ‘তাহলে কি বলবো?’ ডলি বলেন, ‘আমাদের মেয়ে বলো।’
এদিকে দিলদারের ছোট মেয়ে জিনিয়া আফরোজ ভিডিওটি নিয়ে বলেন, ‘মগবাজারের একটি কমিউনিটি সেন্টারে আপুর বিয়ের অনুষ্ঠান হয়েছিল। খুব মজা হয়েছিল মনে আছে। সিনেমার অনেক মানুষ এসেছিলেন। আপুকে আশীর্বাদ করতে এসেছিলেন জনপ্রিয় তারকারা। তাদের দেখতে অনেক মানুষ এসেছিলেন। তারা সকলের সাথে সাধারণ মানুষের মতোই খাবার খেলেন। শাবানা ম্যাডাম জর্দা খেয়ে খুব প্রশংসা করলেন। ওইদিন বুঝেছিলাম বাবাকে কতটা মানুষ ভালোবাসেন। আজ এই ভিডিওটা দেখে মন খারাপ হয়ে গেল। কত স্মৃতি ছিল আমাদের।
বহুল জনপ্রিয় কৌতুক অভিনেতা দিলদার ২০০৩ সালের ১৩ জুলাই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এরপর দিলদার অভিনীত ছবিগুলো সিনেমা হলে কিংবা টেলিভিশনের পর্দায় যখনই প্রচার হয় দর্শকরা তাকে নিয়ে আফসোস করেন
video show up click this link