ইনস্টা’গ্রামে একটি ছবি আপলোড ক’রেন প্রভা। যার কমেন্টে একজন জান’তে চান জায়গার নাম, উত্তরে প্রভা বলেন প্যারি’স.
প্যা’রিসে কী করছেন প্রভা, এরপর ভ’ক্তদের মনে এমন প্রশ্ন ঘুরপাক খেতেই ‘পারে
টেলিভিশন বিজ্ঞা’পনে ম’ডেল হিসেবে কাজ ক’রার পর তিনি ক’য়েকটি খণ্ড না’টকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উ’ঠেন। কিন্তু ব্যক্তি’গত কেলে’ঙ্কারি কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় কর্ম’জীবন বাধাপ্রা’প্ত হয়।
২০০৫ সাল থে’কে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন প্রভা। তার জ’নপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল, ‘তিব্বত, পন্ডস,
‘প্রভা’ অনেক জনপ্রিয় টেলি’ফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞা’পনেও কাজ করেছেন।’ তার মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জন’প্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লা’কি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিন’য় করেছেন। তবে এখনো পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করে’ননি।

সম্প্রতি ইনস্টা’গ্রামে একটি ছবি আপলো’ড করেন প্রভা। যার কমেন্টে একজন জা’নতে চান জায়গার নাম। উত্তরে প্রভা বলেন প্যা’রিস।