‘মুশফিকও আজ ইয়ামিনের প্রতি নিজের ভালোবাসা উজাড় করে দিলেন,বনানীর একটি মাঠে কিছুক্ষণ আড্ডায়ও মাতলেন। ইয়ামিনের প্রিয় ক্রিকেটার তিনি। ভক্তের সঙ্গে প্রায় আধঘণ্টার আড্ডায় জবাব দিয়েছেন নানা প্রশ্নের। উপহার দিয়েছেন সই করা একটি রেপ্লিকা ব্যাট। উপহার তালিকায় ছিল বিশ্বকাপে তাঁর ব্যবহৃত একটি গ্লাভস আর একটি জার্সি’

‘১১ বছর বয়সী শেখ ইয়ামিন আহমেদ স্বপ্ন দেখে ক্রিকেটার হওয়ার। মা ঝর্না আক্তার সেই স্বপ্ন পূরণের পথে ছেলের সবচেয়ে বড় প্রেরণা। অনেক দূর থেকে ছেলেকে পল্টন ময়দানে নিয়ে আসেন অনুশীলনের জন্য। গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মা-ছেলের ক্রিকেট অনুশীলনের ভিডিও ছড়িয়ে পড়ে। মানুষ মুগ্ধ হয় দুজনের ক্রিকেটপ্রেমের দারুণ মুহূর্তগুলো দেখে। মা ঝর্না আক্তারের ব্যাটিং, মাকে আউট করে ছেলে ইয়ামিনের উদ্যাপন ক্রিকেটপ্রেমীদের হৃদয়েই জায়গা করে নিয়েছে। মা’র প্রতি শ্রদ্ধা আর ছেলের জন্য ভালোবাসাও প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে।’
‘তাঁর ছেলের অনেক দিনের ইচ্ছা ছিল প্রিয় ক্রিকেটারের সঙ্গে দেখা করার, ‘ইয়ামিন খুবই খুশি তার প্রিয় ক্রিকেটারের সঙ্গে দেখা করে।’