২৪ ঘণ্টায় বগুড়ায় নতুন করে আরো ৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এদের মধ্যে পুরুষ ৩৪ জন, নারী ১৮ ও শিশু চারজন।
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৯৩ জনের ফলাফলে ৫৩ জন পজিটিভ। অপরদিকে বেসরকারি টিএমএসএস হাসপাতালে ১৩ এর মধ্যে তিনজন পজিটিভ। মোট ৩০৬ পরীক্ষায় বগুড়া জেলায় নতুন ৫৬ জন করোনা আক্রান্ত