আজ ‘মহানায়ক’ সালমান শাহর জন্মদিন’ সালমান শাহ (১৯ সেপ্টেম্বর ১৯৭১ – ৬ সেপ্টেম্বর ১৯৯৬) ছিলেন একজন বাংলাদেশী অভিনেতা ও মডেল। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন।টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও ১৯৯০-এর দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে উঠেন.

‘ভক্তরা ভালোবেসে নানারকম উপাধি দিয়েছিলেন সালমান শাহকে। কারও কাছে তিনি ঢাকাই সিনেমার মহানায়ক, কারও কাছে ঢাকাই সিনেমার যুবরাজ, কারও কাছে ঢাকাই সিনেমার চিরসবুজ নায়ক।’
‘অনেকেই বলতেন স্বপ্নের নায়ক। নব্বই দশকের সেরা নায়ক বলা হতো তাকে। এত অল্প সময়ে এতটা জনপ্রিয় এবং এতটা সফলতা এদেশে কোনো সিনেমার নায়ক পাননি।’
আজ ১৯ সেপ্টেম্বর সবার প্রিয় নায়ক সালমান শাহর জন্মদিন। বেঁচে থাকলে আজ ৫০ বছরে পা দিতেন তিনি।