রাফায়েল নাদাল , রজার ফেডেরার (Roger Federer) নেই। কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছেন নোভাক জকোভিচও। কিন্তু রবিবার ইউএস ওপেন US Open ফাইনাল সাক্ষী থাকল ভবিষ্যতের দুই তারকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের..
ইউএস ওপেনের শিরোপাটাই জিতে নিয়েছেন অস্ট্রিয়ার এ তারকা.জার্মান প্রতিপক্ষ আলেকজান্ডার জভেরেভকে হারিয়ে জিতলেন প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা

‘তৃতীয় বাছাই থিয়েম এর আগে তিন তিনবার মেজর ফাইনালে উঠেও হেরে গেছেন। কিন্তু এবার আর মিস করলেন না। জিতে নিলেন শিরোপা’
‘জভেরেভ প্রথম দুই সেট জিতে ছিলেন ৬-২ ও ৬-৪ গেমে। পরে খেলায় ফিরে থিয়েম ৬-৪, ৬-৩ ৭-৬ (৮-৬) গেমে জিতে চ্যাম্পিয়ন হয়ে যান তিনি।’
‘প্রথম গ্র্যান্ড স্ন্যাম জয়ের স্বপ্ন দেখেছিলেন জভেরেভও। প্রথম দুই সেট জিতে এগিয়েও ছিলেন। কিন্তু পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় স্বপ্নটা তার আলোর মুখ দেখতে পারল না।’
‘২০০৪ সালে ফ্রেঞ্চ ওপেন জয়ী আর্জেন্টাইন তারকা গ্যাস্টন গাওদিও পর এই প্রথম দুই সেটে পিছিয়ে থেকেও গ্র্যান্ড স্ল্যাম জিতে কৃতিত্ব দেখালেন থিয়েম। ‘১৯৪৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পানচো গঞ্জালেসের পর নিউইয়র্কে এই প্রথম কৃতিত্বটা গড়লেন থিয়েম।’
‘২০১৪ সালের ইউএস ওপেন জয়ী ক্রোয়েশিয়ান তারকা মারিন চিলিচের পর এই প্রথম কোনো খেলোয়াড় তার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জিতলেন’