জনপ্রিয় গায়ক কুমার শানু করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত.
‘দুর্ভাগ্যজনকভাবে শানু দা করোনা আক্রান্ত। সবাই ওঁর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। ধন্যবাদ।’
আপাতত তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। গত ১৪ অক্টোবর স্ত্রী সালোনি এবং মেয়েদের সঙ্গে দেখা করতে লস এঞ্জেলস উড়ে যাওয়ার কথা ছিল গায়কের। আপাতত তিনি সেখানে যাচ্ছেন না। তাঁর স্ত্রী মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে জানান, গায়ক ৮ নভেম্বর আমেরিকায় যেতে পারেন যদি তিনি ততদিনে সুস্থ হয়ে ওঠেন। আপাতত তিনি কোয়রান্টিনে আছেন। বিগত ৯ মাস ধরে পরিবারকে দেখার জন্য ব্যাকুল ছিলেন গায়ক

তিনি গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। নিয়ম মেনে করোনা পরীক্ষা করানোর পরই তার রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন। এ নিয়ে তার পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
স্টার জলসার রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার’-এর গ্র্যান্ড ফিনালের দিন বিচারকের আসনে উপস্থিত ছিলেন কুমার