কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে এক টর্নেডো ইনিংস উপহার দিয়ে ৭ উইকেটের জয় উপহার দেন এবি ডি ভিলিয়ার্স। ২২ বলে ৫৫ রানের এক ঝড়ো ইনিংস আসে তার ব্যাট থেকে। মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের সমান ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে ব্যাঙ্গালোর।
বাইয়ে দিনের প্রথম ম্যাচে ১৭৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই অ্যারন ফিঞ্চকে হারায় ব্যাঙ্গালোর। ১১ বলে ১৪ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেটে ৭৯ রানের জুটি গড়েন দেবদূত পাড়িক্কাল ও বিরাট কোহলি।
ব্যাঙ্গালোর শিবিরে জোড়া আঘাত আনেন রাহুল তেভাটিয়া ও কার্তিক ত্যাগী। পরপর দুই বলে ফিরে যান দেবদূত ও কোহলি। তেভাটিয়ার শিকার হওয়ার আগে দেবদূত করেন ৩৭ বলে ৩৫ রান ও কার্তিকের শিকার হওয়ার আগে কোহলি করেন ৩২ বলে ৪৩ রান। ব্যাঙ্গালোরের জয়ের সমীকরণ কঠিন করে রেখে তারা আউট হন।

এমন সময়ে ক্রিজে আসেন এবি ডি ভিলিয়ার্স। স্বভাবসুল্ভ দ্রুত রান তুলতে থাকেন তিনি। শেষ দুই ওভারে ব্যাঙ্গালোরের দরকার ছিল ৩৫ রান। ১৯তম ওভারে উনাদকাটের প্রথম বলে ছক্কা মেরে ওভার শুরু করেন ডি ভিলিয়ার্স। পরের দুইটি বলেও ছক্কা হাঁকান এই ডানহাতি ব্যাটসম্যান। ম্যাচ জমে ওঠে তখনই। উনাদকাটের ওই ওভারে ডি ভিলিয়ার্স ও গুরকীরাত সিং মান মিলে নেন মোট ২৫ রান।
শেষ ওভারে ব্যাঙ্গালোরের দরকার পড়ে আর ১০ রান। ছক্কা মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডি ভিলিয়ার্স।