ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শাড়ি উপহার পেয়ে ভীষণ আনন্দিত রাফিয়াত রশিদ মিথিলা.এখন কলকাতার বউ। বিয়ের পর প্রথম দুর্গোৎসবে শ্বশুরবাড়ি কলকাতায় আছেন মিথিলা। উৎসব উপলক্ষে পরিচালক বর সৃজিতের বন্ধুদের কাছ থেকে নানা উপহার পাচ্ছেন তিনি। পাচ্ছেন শাশুড়ি ও আত্মীয়দের কাছ থেকেও। এমন উৎসবে যখন রাজ্যপ্রধানের কাছ থেকে শাড়ি উপহার আসে, তখন আনন্দ বেড়ে যায় কয়েক গুণ।এখন কলকাতার বউ। বিয়ের পর প্রথম দুর্গোৎসবে শ্বশুরবাড়ি কলকাতায় আছেন মিথিলা। উৎসব উপলক্ষে পরিচালক বর সৃজিতের বন্ধুদের কাছ থেকে নানা উপহার পাচ্ছেন তিনি। পাচ্ছেন শাশুড়ি ও আত্মীয়দের কাছ থেকেও। এমন উৎসবে যখন রাজ্যপ্রধানের কাছ থেকে শাড়ি উপহার আসে, তখন আনন্দ বেড়ে যায় কয়েক গুণ।

‘আমি যত দূর জানতে পেরেছি, পূজার সময় তিনি চেষ্টা করেন তাঁর রাজ্যের বিশেষ বিশেষ মানুষকে উপহার পাঠাতে। সৃজিতকে অনেক আগে থেকেই পাঠান। ইন্ডাস্ট্রির বিশেষ লোকেদের, সাংস্কৃতিক অঙ্গনে যাঁদের অবদান রয়েছে, তাঁদের বিশেষ দিনে তিনি উপহার পাঠান।

শাড়িটি কবে পরবেন জানতে চাইলে মিথিলা বলেন, ‘কোন দিন পরব, এখনো ঠিক করিনি। তবে এক দিন তো অবশ্যই পরব। এর মধ্যে একদিন শান্তি নিকেতনে গিয়েছিলাম, আমার শাশুড়ি শাড়ি কিনে দিয়েছেন। ঢাকা থেকেও আমার জন্য জামদানি শাড়ি আসছে, সেগুলোও পরব।’মমতার বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মিথিলার বর ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পাঞ্জাবি উপহার পেয়েছেন। উপহার পেতে বরাবরই ভালো লাগে মিথিলার। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিশেষ মানুষের কাছ থেকে পাওয়া উপহার আরও বিশেষ বলে মনে করছেন তিনি

ত বছরও পূজার সময় কলকাতায় ছিলেন মিথিলা। তবে সেটা খুব অল্প সময়ের জন্য। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে এবারই প্রথম কলকাতায় সবার সঙ্গে পূজা উদ্যাপন করবেন মিথিলা। মমতার কাছ থেকে পাওয়া উপহারের ছবি ১৭ অক্টোবর নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন মিথিলা। ক্যাপশনে লিখেছেন, ‘চমৎকার পূজার উপহারের জন্য মমতা (মমতা ব্যানার্জি) দিদি আপনাকে ধন্যবাদ।’ ছবিতে দেখা যায়, মিথিলা পেয়েছেন নীল রঙের শাড়ি।