৬ ডাকাত আটক হয়েছে। উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিলপাড়া ব্রিজ এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করে। এ সময় তাদের বহনকারী পিকআপভ্যান জব্দ করে দুটি ধারাল ছুরি, দুটি ছেনি উদ্ধার করা হয়। শুক্রবার আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

বেশ কিছুদিন ধরে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে গরু চুরি বেড়ে যায়। স্থানীয়দের এমন অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ নজরদারি ও রাতে টহল বাড়িয়ে দেয়
‘বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নে চিলপাড়া এলাকায় পুলিশের রাতের টহল চলাকালে একটি পিকআপভ্যানকে সন্দেহ হলে উপ-পরিদর্শক আনোয়ার হোসেন খন্দকার সঙ্গীয় ফোর্স নিয়ে পিকআপভ্যানটিতে তল্লাশি চালায়’

‘ডাকাত দলের সদস্য দেবিদ্বার উপজেলার নুর মানিকচর গ্রামের নুরুল হকের ছেলে সুজন (৩৫), একই গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে মোশারফ হোসেন (২৪), সুরপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে আলম (২৭), গঙ্গানগর গ্রামের জামাল হোসেনের ছেলে ইসমাইল (২৫), জাফরাবাদ গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে মেহেদী হাছান বাবুল (২৪) ও বাগুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে আবদুল কাদের জিলানীকে (১৯) আটক করা হয়’

..নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান..