নিজেদের প্রথম ম্যাচে য়্যুভেন্তাসের প্রতিপক্ষ সাম্পদোরিয়া। অ্যালিয়াঞ্জ এরেনায় এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২ টা ৪৫ মিনিটে।
তুরিনোতে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর য়্যুভেন্তাস। নিজেদের ৩৭তম লিগ শিরোপা অর্জনের প্রথম ম্যাচে পিরলো শিষ্যদের প্রতিপক্ষ সাম্পদোরিয়া।

‘সুয়ারেজ য়্যুভেন্তাসে আসছেন কি আসছেন না সেই আলোচনা স্থবির হলেও, ইতালিয়ান লিগে য়্যুভেন্তাস শক্তিশালী একটা দল। রোনালদো দলের লাইফলাইন। অ্যারন রামসি, দানিলো, আর্থারকে নিয়ে গোছানো একটা দল তুরিনের ওল্ড লেডিরা। তবে সেটা পরিপূর্ণতা পেত দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য পাওলো দিবালা ও ম্যাথিউস ডি লিট ইনজুরিতে না পড়লে।’
‘তবে এসব নিয়ে ভাবছে না য়্যুভরা। পরিসংখ্যান আর শক্তিমত্তায় যে সাম্পদোরিয়া থেকে যোজন যোজন এগিয়ে য়্যুভেন্তাস। তাই আরও একটি জয়ের অপক্ষা নাকি শুরুতেই পা হড়কাবে ইতালিয়ান জায়ান্টরা?’