ফেসবুকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, কটূক্তি করার অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

১১ অক্টোবর) রাতে সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের গোপালনগর এলাকা থেকে ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইমতিয়াজ হাসান ইমু ওই এলাকার আজহার মিয়া সরদারের ছেলে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মিনারুল গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ইমু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুক আইডি থেকে নানা কটূক্তিসহ বাজে মন্তব্য করে পোস্ট দেয়। বিষয়টি থানা-পুলিশের নজরে আসে। পরে তাকে গ্রেফতার করা হয়