রাজশাহী, জামালপুর, নেত্রকোনা, হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন শত শত মুসল্লি..
ফ্রা’ন্সে মহানবী হযরত মুহাম্মদ’ সাল্লাল্লাহু আলাইহে ও’য়াসাল্লামের অবমান’না ও ইসলামবি’দ্বেষী আচর’ণে প্রতিবা’দের ঢেউ উঠে’ছে বিশ্বজু’ড়ে। বাংলাদে’শেও রাজপ’থে বিক্ষোভ হচ্ছে গেল কয়ে’কদিন ধরেই।
https://youtu.be/Z7TkYrI-q_U
বুধবা’র (২৮ অক্টোবর)’ বেলা ১১টার দিকে রাজ’হীর সাহেব বাজা’র জিরো পয়েন্টে এ’লাকায় রাস্তায় নেমে আ’সেন ধর্মপ্রাণ মুসল্লিরা’। ঘণ্টাব্যা’পী মানববন্ধন থেকে মহানবী হযরত’ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের’ বিরুদ্ধে মুসল্লিদের এক হওয়ার আহ্বান জানানো হয়।’
একই; সাথে বিশ্বের অন্যান্য দেশের মতো ফরাসি পণ্য; বর্জনের ডাক দেয়া হয়। জামালপুর শহরেও মান’ববন্ধন করেন মুসল্লিরা”।
এছাড়া নেত্র’কোনায় ফ্রান্সের পতাকা পুড়িয়ে বিক্ষোভ করেন সাধা’রণ মানুষ। হবি’গঞ্জে মানব’বন্ধন ও প্রতিবাদ সমা’বেশ হয়ে’ছে।