ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবার বলিউডের ছয় অভিনেতা রয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরে

তলব করা ছয়জনের মধ্যে তিনজন বলিউডের প্রথম সারির অভিনেতা। বাকি তিনজন নবাগত। বলিউডের ছয় অভিনেতার পাশাপাশি কয়েকজন প্রযোজক, পরিচালক নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরে রয়েছেন। শিগগির তাদের সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে
বলিউডের সঙ্গে যে মাদকচক্রের যোগ রয়েছে, তার মূল হলো একজন প্রাক্তন সুপার মডেল তথা অভিনেতা। এনসিবি সূত্রে ওই খবর প্রকাশ্যে আসার পর থেকেই জোর সমালোচনা শুরু হয়ে যায়। সেই সঙ্গে শুরু হয় গুঞ্জন। বলিউডের ওই সুপার মডেল তথা অভিনেতা বলতে এনসিবি কাকে ইঙ্গিত করছে, তা নিয়ে গুঞ্জনও শুরু হয়ে যায়। তবে কেন্দ্রীয় সংস্থার পক্ষে এখন পর্যন্ত কারও নাম প্রকাশ্যে আনা হয়নি
মাদকচক্রের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুল প্রীত সিংকে এখনও ক্লিনচিট দেওয়া হয়নি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে। জিজ্ঞাসাবাদের পর ওই ৪ অভিনেত্রীর ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। ক্রেডিট কার্ডের মাধ্যমে ওই ৪ অভিনেত্রী কোনো মাদক পাচারকারী বা কারবারির সঙ্গে আর্থিক লেনদেন করেছেন কি না, তা খতিয়ে দেখতেই কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে দীপিকাদের ফের জিজ্ঞাসাবাদ করা হবে ..