‘কঠোর অব’স্থান নিয়ে বিতর্কের মধ্যেই তুরস্কে’র প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদো’য়ান ফরাসী পণ্য বর্জনের আহ্বান জানি’য়েছেন।”টেলিভিশ’নে দেয়া এক ভাষণে তিনি বিশ্বনেতাদের প্রতি মুসলমা’নদের রক্ষা করার আহ্বান জানান “যদি ফ্রান্সে মুসলমা’নেরা দমন-পীড়নের শিকার হন।ধর্মনিরপে’ক্ষতা কথা বলে ইসলা’মের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় ফ্রান্সের প্রেসিডে’ন্ট ম্যাক্রঁর ক্ষুব্ধ সমালোচনা করেন মি. এরদো’য়ান।’
”ইসলা’মের নবীর কার্টুন প্রদর্শনের জেরে এক শিক্ষ’ককে হত্যার ঘটনার পর চলা ঘটনাপ্র’বাহের প্রেক্ষাপটে এমন অব’স্থান ব্যক্ত করেন মি. এর’য়ান।আব্দু’ল্লাহ আনজো’রোভ নামে এক’ ব্যক্তি গত ১৬ই অক্টোব’র স্যামুয়েল প্যাটি নামের ওই স্কুল শিক্ষককে গলা কেটে হত্যা করে।স্যামুয়েল প্যাটি তার ছাত্রদে’র সামনে বাকস্বাধীন’তার উদাহরণ দেখাতে গিয়ে ইসলামের নবীর ওপর করা একটি কার্টু’নের ছবি দেখান।

”এর’পর প্রেসিডেন্ট ম্যাক্রঁ নিহত স্যামুয়েল প্যাটির প্রতি শ্রদ্ধা’ জানিয়ে বলেন, ফ্রান্স কা’র্টুন থেকে মুখ ফেরাবে না।ইসলামের যে কোনো ধরণের চিত্রায়ন বা অঙ্কন ইসলামে নি’ষিদ্ধ এবং এটা অনেক মুসলমানের অ’নুভূতিকে আঘা’ত করে থাকে।
তবে ফ্রা’ন্সের জাতীয় পরিচয়ের অন্যতম ব্যা’পার হলো ধর্মনিরপে’ক্ষতা।
”যেখা’নে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর অনুভূতি’কে কেন্দ্র করে বাকস্বা’ধীনতা খর্ব করাকে ফ্রান্স সর’কার অনুমতি দেবে না বলে জানি’য়েছে।
তুরস্কের রাজধানী আঙ্কারায় টেলি’ভিশনে দেয়া ভাষণে মি. এরদোয়ান সো’মবার বলেন, “এখন কোন পণ্য কখনোই কিনবেন না যেটির লেবে’লে ফ্রান্সকে কৃতিত্ব দেয়া’র উল্লেখ আছে।দ্বিতীয় বিশ্ব’যুদ্ধের আ’গে ইউরোপে ইহুদিদের প্র্রতি যে আচর’ণ করা হতো এখন মুসলিম’দের ওপর একই চর্চা চলছে বলেও উল্লেখ করেন এরদোয়ান।
ঘৃ’ণার’ চর্চা বন্ধ করতে ইউরো’পের নেতাদের তিনি এগি’য়ে আসতে বলছেন।
ইসলা’ম নিয়ে ফ্রান্সের’ প্রেসিডেন্টের এতো কড়া কথা বলার কার’ণে এর আগে এরদোয়ান বলে’ছিলেন, মি ম্যাক্রঁর উচিৎ নিজের মানসিক সুস্থতা নিয়ে ভাবা।এই বক্তব্যকে কেন্দ্র করে ফ্রান্স তুরস্কের দূতকে তলব করে’ছে।মি. প্যাটিকে হত্যার জের ধরে ফ্রান্সের প্রেসিডেন্ট ধর্মনিরপেক্ষতা রক্ষায় অবস্থান নেন এবং ‘উগ্র ইসলাম’-এর বি’পক্ষে অবস্থান নেন।এই হত্যাকা’ন্ডের দুই সপ্তাহ আগেই মি. ম্যাক্রঁ ইসলাম ধর্ম সংকটে আছে বলে বিবৃতি দেন।
”ফ্রান্সে পশ্চিম ইউ’রো’পের সবচেয়ে বেশি মুসলিম’ বাস করে। কেউ কেউ অভিযোগ তু’লছেন ফ্রান্স কর্তৃপক্ষ ‘ধর্মনিরপে’ক্ষতা’কে পুঁজি করে মুস’লিমদের টা’র্গেট করছে”