সাইলেন্ট’ সর্দার এবার বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়ি’তে। তার আসল নাম পরজান দস্তুর। ছোট্ট সেই ছেলেটি এখন ২৯ বছরের হ্যান্ডসা’ম ব্যাচেলর।
পাত্রী তারই বন্ধু ডেল’না স্রফ। সামাজিক যোগা’যোগ মাধ্যমেই নিজেই বিয়ের ঘোষণা করে’ছেন পরজান। নিজেই শেয়ার করেছেন বান্ধ’বীর সঙ্গে হাসিমুখের ছবি। ২০২১ সালের ফেব্রুয়া’রিতেই তারা বিয়ে কর’বেন বলে ঘোষণা দিয়েছেন’

তিনি এইচ আর ক’লেজ অব কমার্স অ্যান্ড ইকনমিক্স থেকে স্নাতক ‘করেছেন. মুম্বাই’য়ের এক পার্সি পরিবারে জন্ম পর;জানের, ভাই এবং মা-বাবার সঙ্গে সেখানেই, থাকেন
‘কুছ’ কুছ হোতা হ্যায়’ ফিল্মই পরজানের প্রথম ছবি ছি’লো। এ ছাড়া ‘মোহাব্ব’তেঁ’, ‘জুবেইদা’, ‘কভি খুশি কভি গম’ ছবিতেও পরজানকে দেখা গিয়েছে। ‘পকেটমানি’ নামে একটি শর্ট ফিল্ম প্র’যোজনাও করেছেন। সেই শর্ট ফিল্মের ‘কাহিনিও তার লেখা। পরজান খুব ভাল পিয়ানো বাজান। ৭ বছর বয়স’ থেকে পিয়ানো শি’খেছেন’
গত’বছর বান্ধবী ডালনার কাছে তিনি প্রেম নিবে’দন করেন। গত অক্টোবরে বান্ধবীর কাছে প্রেম নিবেদনে’র সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লেখেন, ‘১ বছর আগের’ সেই সুন্দর দিন, যখন সে সম্মতি ‘জানি’য়েছিল’