তবে ফুটবল জগতের বাইরের কেউ যদি চান এলএমটেন আসুক ইপিএল মাতাতে, সেটা নিশ্চয় তার পারফরমেন্সে মুগ্ধ হয়ে। এমনটাই হয়েছে এন্ডি মারের বেলায়। এই ব্রিটিশ টেনিস খেলোয়াড় খুব করে চাইছেন বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি নাম লিখাক ইংলিশ কোন ক্লাবে!
খেলা দেখতে বসে

বহুবার লিওনেল মেসি ম্যাজিকে মুগ্ধ হয়েছেন এন্ডি মারে। তবে লিওর প্রতি ওর ভালোবাসা আরো আগ থেকে। যখন মেসি ছিলেন বার্সেলোনার লা মাসিয়ার একজন সাধারণ শিক্ষার্থী। এন্ডির টেনিসের হাতে খড়িটা’ও হয়েছে ওখানেই।
পরের সময়টায় নিজ অবস্থান থেকে প্রতিষ্ঠিত হয়েছেন দু-জনই। মেসির গায়ে আজ বিশ্ব সেরার তকমা। কম যাননি মারে’ও। ব্রিটিশ টেনিসের কিংবদন্তি তিনি। তবে ফুটবলেও তার প্রচুর আগ্রহ। সুযোগ পেলেই কোর্ট-র্যাকেট ফেলে চলে যান গ্যালারিতে। সেখানে মেসির খেলা হলে তো কথাই নাই!
ব্রিটেনের টেনিস খেলোয়াড় এন্ডি মারে বলেন, আমি যখন অনেক ছোট ছিলাম তখন মেসিকে কাছ থেকে দেখেছি। ও লা মাসিয়ায় ট্রেনিং করতো। আমিও বার্সেলোনার একটা একাডেমিতে টেনিসের প্রশিক্ষণ নিচ্ছিলাম। এরপর ও বিশ্ব সেরা হয়ে উঠলো।