প্রথমার্ধেই কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল পিছিয়ে পড়েছিল ৩-০ গোলে। কিন্তু দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দ্য ব্লুজ শিবির।

ম্যাচ শুরুর চার মিনিটের মাথায় ক্যালাম রবিনসন ওয়েস্ট ব্রমউইচকে এগিয়ে দেন। ২১ মিনিট বাদে নিজের জোড়া গোল পূর্ণ করেন রবিনসন। স্বাগতিকদের হয়ে তৃতীয় গোলটি এনে দেন কাইল বার্টলি।
৭০তম মিনিটে স্টামফোর্ড শিবিরকে ক্যালাম হাডসন-ওডোই উপহার দেন দ্বিতীয় গোল। ম্যাচের শেষ মুহূর্তে (ইনজুরি টাইমের ৯০+৩ মিনিটে) ট্যামি আব্রাহামের নাটকীয়
ম্যাচের ৫৫তম মিনিটে সফরকারীদের হয়ে গোল করেন ম্যাসন মাউন্ট