দেখতে শেষ’ হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৩তম আ’সরের প্রথম পর্বে’র খেলা। সব দলের ১৪ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সেরা চা’র জায়গা দখলে করেছে মুম্বাই ইন্ডিয়ানস, দিল্লি ক্যাপিট্যালস, সানরাইজার্স হায়দরাবাদ ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গা’লুরু।
‘ এ চারটি ‘দলই খেলবে এবারে’র আইপিএলের প্লে-অফ পর্বে। মঙ্গলবার রাতে প্রথম পর্বের শেষ ম্যাচে আই’পিএল ইতিহাসের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ানসকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে চতুর্থ’ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে হায়দরাবাদ। তবে পয়েন্ট টেবিলে তাদের অব’স্থান তৃতীয়

প্রথম পর্বের সব’ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে মুম্বাই। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়’ স্থানে রয়েছে দিল্লি। সমান ১৪ পয়েন্ট করে রয়েছে হায়দ’রাবাদ ও ব্যা’ঙ্গালুরুর। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় তিন নম্বরে ‘অবস্থান হায়দ’রাবাদের। এছাড়া ১৪ পয়েন্ট থা’কলেও, নেট রানরেটের বিচারে পঞ্চম হয়ে বাদ পড়ে গে’ছে কলকাতা নাইট রাইডার্স।
এখন একদি’ন বিরতি দিয়ে আগামী ৫ নভেম্বর (বৃহস্পতি’বার) থেকে শুরু হবে প্লে-অ’ফ পর্বের ম্যাচগুলো। প্রথম দিন হবে প্রথম কোয়ালিফায়া’র ম্যাচটি, পরদিনই থাকছে তৃতীয় ও চতুর্থ দলকে নিয়ে ‘এলিমিনেটর ম্যাচ। পরে ৮ নভেম্বর (রোববার) হবে দ্বিতীয় কোয়ালিফায়ার এ’বং সবশেষে ১০ নভেম্বর মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা উঠ’বে এবারের আইপিএলের।
টুর্নামেন্টের নি’য়মানুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল অর্থাৎ মুম্বাই ‘ও দিল্লি ফাইনালে ওঠার’ জন্য পাচ্ছে দুইটি করে সুযোগ’। অর্থাৎ তারা যদি কোয়ালি’ফায়ার-১ ম্যাচটি হে’রেও যায়, তবু কোয়ালিফায়ার-২ ম্যাচ খেলে’ ফাইনা’লে যেতে পারবে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে এলিমিনে’টর জয়ী দল।
এবারের আইপিএলের প্লে-অফ পর্বের সূচি
কোয়ালি’ফায়ার ১: মুম্বাই ইন্ডিয়ানস’ বনাম দিল্লি ক্যাপিট্যালস (৫ নভেম্বর)’
‘এলিমিনেটর: সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (৬ নভেম্বর)’
‘কোয়ালিফায়ার ২: কোয়ালিফায়ার ১ পরাজিত বনাম এলিমিনেটর জয়ী (৮ নভেম্বর)’
‘ফাইনাল: কোয়ালিফায়ার ১ জয়ী বনাম কোয়ালিফায়ার ২ জয়ী’
‘সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়’