লা ফেরারি এফএক্সএক্সকে: গাড়িটি প্রতি ঘন্টায় ৩২২ কিমি গতিবেগ সময় তুলতে লাগে মাত্র আড়াই সেকেন্ড। গাড়িটি বাজারে রয়েছে মোট ৪১টি। গাড়িটির দাম প্রায় ১৭ কোটি টাকা।
অ্যাস্টন মার্টিন ভালকাইরে: এই গাড়িটি কিনে মালিক যদি বিক্রি করে দেন, তাহলে ভবিষ্যতে তিনি আর নিজের নামে গাড়ি কিনতে পারবেন না। এই গাড়িটির দাম প্রায় ২৪ কোটি টাকা।
লাইকান হাইপারস্পোর্টস: গাড়িটি ব্যবহার করা হয়েছিল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমার একটি অ্যাকশন সিক্যুয়েন্সে। এই গাড়িটি প্রতি বছর মার্কেটে ৮ ছাড়ার পরিকল্পনা রয়েছে। এই গাড়িটির দাম প্রায় ২৭.৫ কোটি টাকা।
মার্সেডিজ বেঞ্চ মেব্যাক: এই গাড়িটিও বাজারে বছরে তিনটির বেশি ছাড়ে না। এই গাড়ির মূল্য প্রায় ৫৭ কোটি টাকা

ল্যাম্বারঘিনি ভেনেনো: গাড়িটি বাজারে প্রতি বছর মাত্র তিনটি ছাড়া হয়। দুবাই পুলিশ এই গাড়িটি ব্যবহার করে দ্রুত গতিবেগের জন্য। গাড়িটির দাম প্রায় ৬৬ কোটি টাকা
পাগানি জোন্ডা সিঙ্ক রোডস্টার: অনন্যসাধারণ ও আকর্ষণীয় এই গাড়িটির ইঞ্জিনের ক্ষমতা ৫৯৮৭ সিসি। গাড়িটির দাম ধরা হয়েছে ১২৩ কোটি টাকা।
রোলস রয়েস সোয়েপটেলস: এই গাড়িটির সিট সংখ্যা মাত্র দুইটি। মাত্র একটি গাড়ি তৈরি করেই শুরু হয়েছিল প্রথমে। গাড়িটির দাম প্রায় ৯০ কোটি টাকা।
কোনিগসেগ সিসিএক্সআর ট্রেভিটা: বিশ্বে এই গাড়ি আছেই মাত্র দুটি। মাত্র তিন সেকেন্ডের মধ্যে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তোলা যায় এতে। ঘণ্টায় ৪২০ কিলোমিটার গতি উঠানো যায় এই গাড়িতে! দাম প্রায় ৩৫ কোটি টাকা।