গত বছরের ডিসেম্বরে স্নোবোর্ডিংয়ে গিয়ে ইনজুরির শিকার হয়ে তোপের মুখে পড়েছিলেন আর্থার। এ বছরের ফেব্রুয়ারিতে আরও বড় বিতর্কের জন্ম দেন তিনি নেইমারের জন্মদিন অনুষ্ঠানে যোগ দিয়ে। কোপা দেল রে’তে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র দুই দিন আগে প্যারিসে উড়ে গিয়েছিলেন ২৪ বছর বয়সী মিডফিল্ডার। এরপর কয়েকদিন আগে বার্সেলোনার বাধ্যতামূলক পিসিআর পরীক্ষা করাতে অস্বীকৃতি জানালে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন আর্থার।
এবার ষোলকলা পূর্ণ করেছেন মদ্যপ অবস্থায় গাড়িয়ে চালিয়ে। ঘটনাটা আজ (সোমবার) ভোরে। কাতালান সংবাদমাধ্যম দিয়ারি দে জিরোনার খবর, ভোর ৪টার দিকে দুর্ঘনার শিকার হয় আর্থারের ফেরারি। আর্থার নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পরে অ্যালকোহল পরীক্ষায় ‘পজিটিভ’ এসেছেন এই ব্রাজিলিয়ান।
মদ্যপ অবস্থায় গাড়ি চালালে শাস্তি হিসেবে ছয় থেকে এক বছরের জন্য রদ করা হয় ড্রাইভিং লাইলেন্স।